গাজীপুরে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

গাজীপুর সদর উপজেলায় গোসল করতে নেমে পানিতে ডুবে নুর মোহাম্মদ হাসান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে সদরের শিরিরচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ হাসান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার তেলোয়ারি গ্রামের নুরুল হকের ছেলে। সে স্থানীয় আলফাজ উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে শিরিরচালা এলাকায় ডিগনিটি ফ্যাক্টরির পুকুরে তার বন্ধুদের সাথে গোসল করতে নামে নুর মোহাম্মদ। এক পর্যায়ে পুকুরে গভীরে চলে যায় নূর মোহাম্মদ। এসময় সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। পরে ঘটনাটি তার বন্ধুরা এলাকাবাসীকে তার স্বজনদের জানায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পায়নি তারা। সোমবার সকাল ৮টার দিকে পুকুরে মৃত দেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে জয়দেবপুর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উইদিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।