রাশিয়ার প্রায় ৪শ’ ব্যক্তি ওপর নিষেধাজ্ঞা অনুমোদন জাপানের

আপডেট: April 12, 2022 |
print news

জাপান সরকার মঙ্গলবার রাশিয়ার ৩৯৮ ব্যক্তি ও ২৮ প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা অনুমোদন করেছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণারয়ের ওয়েবসাইট থেকে এ কথা জানা গেছে।

ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিশেষ করে এবারের নিষেধজ্ঞায় স্টেট ডুমার ডেপুটিরা রয়েছেন।

এছাড়া জাপান সরকার ১২ মে থেকে রাশিয়ায় নতুন বিনিয়োগে নিষেধাজ্ঞা এবং এসবার ব্যাংক ও আলফা ব্যাংকের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে। বিশেষ অনুমতি সাপেক্ষেই কেবল রাশিয়ায় বিনিয়োগ করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দিয়ে ইউক্রেনে হামলা শুরু করে। এ হামলার প্রতিক্রিয়ায় আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর দফায় দফায় কঠোর অবরোধ আরোপ করে।

খবর তাস

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর