রাশিয়ার যুদ্ধ জাহাজে মিসাইল হামলার দাবি ইউক্রেনের

আপডেট: April 14, 2022 |
print news

কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধ জাহাজে ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইউক্রেনের ওদেসার আঞ্চলিক প্রশাসনের প্রধান টেলিগ্রামকে জানিয়েছেন, রাশিয়ার মস্কভা যুদ্ধ জাহাজে দুটি নেপচুন ক্রুজ মিসাইল ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী। নিজেদের জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাস জানিয়েছে, জাহাজটি ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। হামলার কারণে জাহাজের গোলাবারুদে বিস্ফোরণের ফলে নাবিকদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে রাশিয়া।

অভিযানের শুরু থেকে মস্কভা যুদ্ধ জাহাজটি ইউক্রেনের ওপর নৌ হামলার নেতৃত্ব দিচ্ছে। এ বিষয়ে কিয়েভের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। ইউক্রেনে অভিযানের শুরু থেকেই কৃষ্ণসাগরের রাশিয়ার উপকূল হয়ে দেশটিতে নৌ হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

খবর আল-জাজিরা

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর