গাজীপুর জেলা ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

আপডেট: April 14, 2022 |
print news

পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলার কালিয়াকৈর উপজেলার নাওলা উত্তরপাড়া এলাকা নিজ বাসা থেকে বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকালে তাকে হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়া একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকা পর বুধবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানার এসআই আজিম হোসেন খান জানান, নিজ বাড়ি থেকে ওয়ারেন্টভুক্ত আসামি জেলা ছাত্রদলের সভাপতিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে হাজতে পাঠানো হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর