যুক্তরাষ্ট্রের দাবানলে মারা গেলেন দুইজন

আপডেট: April 15, 2022 |
print news

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিউ মেক্সিকোতে দাবানলে মারা গেলেন দুইজন। বহু বাড়ি দাবানলের গ্রাসে। দ্রুত আগুন ছড়াচ্ছে।

পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, দাবানলের বলি হয়েছেন এক বয়স্ক দম্পতি। তারা বাড়ি ছেড়ে পালাতে গেছিলেন। কিন্তু পারেননি। তাদের বাড়ি পুড়ে গিয়েছে। তারাও বাঁচতে পারেননি। রাজ্যের বহু শহরই দাবানলের গ্রাসে পড়েছে।

লিংকন ন্যাশনাল ফরেস্টের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার দমকল বাহিনী রুইডোসো শহরে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। শহর ছেড়ে অন্ততপক্ষে পাঁচ হাজার মানুষ পালিয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার দাবানলের গ্রাসে পড়ে এই শহর। তারপর আগুন লেগে অনেক বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

এই শহর ছাড়াও আরো অন্তত ছয় জায়গায় দাবানল জ্বলছে।

ম্যাকব্রাইডে আগুনে অন্ততপক্ষে দুইশ বাড়ি পুড়ে গেছে। পাঁচ হাজার ৭৩৬ হেক্টরের বনভূমি পুড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ১৪৪ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইছে। তার ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে।

মেক্সিকোতে দাবানল নতুন কোনো ঘটনা নয়। কিন্তু গবেষকরা জানিয়েছিলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দাবানলের আশঙ্কা অনেক বেড়ে গেছে।

সূত্র: ডয়েচে ভেলে

Share Now

এই বিভাগের আরও খবর