রেকর্ড ভোটে জিতলেন শত্রুঘ্ন সিনহা, জয় পেছেন বাবুলও

আপডেট: April 17, 2022 |
print news

পশ্চিমবঙ্গের দু’টি কেন্দ্রের উপনির্বাচনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভায় জয় পেয়েছে শাসকদল।

গত ১২ এপ্রিল এ দুই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ৮টায় শুরু হয় গণনা। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয় জিতেছেন ১৯ হাজার ৯০৪ ভোটে। তিনি পেয়েছেন ৫০ হাজার ৭২২ ভোট।

আর বিজেপির কাছ থেকে আসানসোলের আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল৷ এই কেন্দ্রে গত দু’বারের সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ায় উপনির্বাচন করাতে হয়।

দুই কেন্দ্রে জয়ের পর জনতাকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিহাস তৈরি করে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা তিন লক্ষ ভোটে জয়ী হয়েছেন। সাড়ে ছয় লাখের ওপরে ভোট পেয়েছেন তিনি; যা মোট ভোটদাতার ৫৫ শতাংশের বেশি।

আসানসোলে ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপি ১ লাখ ৯৭ হাজার ভোটে জিতেছিল। এর থেকে বেশি ব্যবধানে সেই আসন তারা এ বার হারিয়েছে।

এদিকে ভোটে জয়ের পর বাবুল বলেছেন, সিপিএম ও বিজেপি যে ভাবে নোংরা ও কুৎসার প্রচার চালিয়ে এলাকায় একটা মিথ্যাচারের আবহ তৈরি করতে চেয়েছিল, মানুষ তার জবাব দিয়েছেন।

দিদি, অভিষেক’ভাই, সব দিক থেকে আমাকে সমস্ত রকম সাহায্য করেছেন। নিম্নমানের রাজনীতির বিরুদ্ধে আজকের মানুষের রায় দেখে আশা করি বিরোধীরা শিক্ষা নেবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর