চট্টগ্রাম টেস্ট : বৃষ্টির বাগড়ায় আধঘণ্টা দেরিতে শুরু চতুর্থ দিনের খেলা

আপডেট: May 18, 2022 |
print news

বাংরাদেশ-শ্রীলংকা প্রথম টেস্টের চতুর্থ দিন সকালে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। এতে মাঠ ভেজা থাকায় আজকের খেলা শুরু হতে দেরি হচ্ছে। আম্পায়াররা মাঠের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণের পর খেলার নতুন সময় নির্ধারণ করেছেন সকাল সাড়ে ১০ টা।

তার আগে তৃতীয় দিন পুরোটা সময় কর্তৃত্ব করেছে বাংলাদেশ। প্রথম সেশনে বিনা উইকেটে ১৫৭ রানের পর দ্বিতীয় সেশনে পড়ে শুধু ৩ উইকেট। এর পর শ্রীলঙ্কা বাংলাদেশকে আর বিপদে ফেলতে পারেনি। বরং শেষ সেশনে কোনও উইকেট না হারিয়ে দাপুটে একটি দিন কাটিয়েছে স্বাগতিক দল।

তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০৭ ওভারে ৩ উইকেটে ৩১৮ রান। এখন মুশফিক-লিটনের ৯৮ রানের জুটিতে চতুর্থ দিনটা হয়ে উঠেছে আরও সম্ভাবনাময়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর