পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

আপডেট: May 23, 2022 |
print news

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে রাহিম (১০) ও পবিত্র (৭) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (২২ মে) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুইজন এক সাথে স্কুল থেকে আসে। পরে ঘরের কাউকে না বলেই পাশের কোকলা মাদরাসার পুকুরে গোসল করতে যায়। অসাবধানতাবশত পুকুরের মাঝে চলে গেলে আর পাড়ে আসতে পারেনি দুই শিশু।

পুকুরের পাশ দিয়ে পথচারীরা হেঁটে যাওয়ার সময় শিশু ডুবতে দেখে তারা ছুটে গিয়ে উদ্ধার করে।

উদ্ধার করে ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই শিশু গোসল করতে গিয়ে পুকুরের ডুবে যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর