২ জুন জানা যাবে নতুন টেস্ট অধিনায়ক কে

আপডেট: June 1, 2022 |
print news

টেস্ট অধিনায়কের পদ থেকে মুমিনুল হক সরে দাঁড়ানোর পর এখন প্রশ্ন কে হবেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। সামনেই ওয়েস্ট ইন্ডিজ সফর। তার আগে নতুন অধিনায়ক নির্বাচন করতে হবে বিসিবিকে।

গুঞ্জন উঠেছে সাকিব আল হাসানকে আবারও এই দায়িত্ব দেওয়া হতে পারে। শ্রীলঙ্কা সিরিজের পরই তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু মার্কিন মুলুকে না গিয়ে আবারও দেশে ফিরে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এর পরই গুঞ্জনটা আরও ডালপালা মেলেছে।

তবে বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে নারাজ বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। জানিয়েছেন, আগামী ২ জুন বোর্ড সভা রয়েছে। সেখানেই বিষয়টি চূড়ান্ত হবে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর