বরিশাল কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন আসামির মৃত্যু

আপডেট: June 19, 2022 |
print news

বরিশাল কেন্দ্রীয় কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ জুন) বিকালে তিনি মৃত্যুবরণ করেন। সাজাপ্রাপ্ত আসামী হচ্ছে, আব্দুল জব্বার মিয়া (৪৮)। সে পটুয়াখালী সদরের আউলিয়াপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

হাসপাতালের কারারক্ষী মো. মাহমুদ বলেন, কারাগারে থকাবস্থায় গত ১২ জুন বুকে প্রচন্ড ব্যথা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্মা রায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জব্বারের মৃত্যুর বিষযটি নিশ্চিত করলেও কি কারণে তাকে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছিল সে বিষয়টি জানাতে পারেননি।

তিনি জানান, জব্বার মিয়ার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর