টাঙ্গাইলে তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

আপডেট: June 21, 2022 |

টাঙ্গাইলের মির্জাপুরে তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মির্জাপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, বিকেলে একটি তেলবাহী ট্রেন ২৪টি বগি নিয়ে চট্টগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিল। ট্রেনটি মির্জাপুর রেল স্টেশনে পৌঁছালে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

মহেড়া রেল স্টেশন মাস্টার মো. শাহীন বলেন, ৯৮১ নম্বর তেলবাহী ট্রেনটির ইঞ্জিন ও একটি তেলের বগি লাইনচ্যুত হয়েছে। এঘটনায় কেউ হতাহত হয়নি। মেইন লাইনে লাইনচ্যুৎ না হওয়ায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

মির্জাপুর রেলস্টেশন মাস্টার কামরুল হাসান জানান, তেলবাহী ট্রেনটি সম্ভবত ব্রেক জনিত কারণে লাইনচ্যুত হয়। মেইন লাইন সচল থাকায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এখনও ট্রেনটি উদ্ধারকাজ শুরু হয়নি

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর