পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই যুবক আটক

আপডেট: June 27, 2022 |
print news

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ভাইরাল হওয়া যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সাইবার ইন্টিলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ।

তিনি জানান, বিকেলে শান্তিনগর থেকে ওই যুবককে আটক করা হয়েছে।

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলা হচ্ছে এমন একটি ভিডিও করেন এক যুবক। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ওই যুবক রেলিংয়ের দুটি নাট খুলছেন। মামুন খান নামে একটি ফেসবুক আইডি থেকে ৩১ সেকেন্ডের ওই ভিডিওটি আপলোড করা হয়।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর