ফিনল্যান্ড-সুইডেনকে হুঁশিয়ারি পুতিনের

আপডেট: June 30, 2022 |
print news

পশ্চিমা সামরিক জোট ন্যাটো যদি ফিনল্যান্ড ও সুইডেনে কোনো সেনা মোতায়েন করে তাহলে তার উচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশ দুটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটটিতে অন্তর্ভুক্ত হওয়ার আমন্ত্রণ পাওয়ার পর এমন হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট।

বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, ‘ইউক্রেনের সঙ্গে আমাদের যে সমস্যা তা ফিনল্যান্ড ও সুইডেনের সঙ্গে নেই। তারা ন্যাটোতে যোগ দিতে চায়, দিতে থাকুক।’

মধ্য এশিয়ার সাবেক সোভিয়েতভুক্ত দেশ তুর্কমেনিস্তানে আঞ্চলিক নেতাদের সঙ্গে আলাপের পর পুতিন বলেন, ‘তবে তাদের অবশ্যই বুঝতে হবে যে আগে কোনও হুমকি ছিল না, এখন যদি সেখানে সামরিক দল মোতায়েন ও অবকাঠামো নির্মান করা হয়, তবে আমাদের সদয়ভাবে প্রতিক্রিয়া জানাতে হবে। এ ছাড়া, যে অঞ্চলগুলো থেকে আমাদের প্রতি হুমকি তৈরি করা হয়েছে তাদের জন্য একই হুমকি তৈরি করতে হবে।’

রুশ প্রেসিডেন্ট বলেন, ন্যাটোতে যোগ দেওয়ার পর হেলসিঙ্কি এবং স্টকহোমের সঙ্গে মস্কোর সম্পর্ক খারাপ হওয়া এড়ানো যাবে না।

পুতিন আরও বলেন, ‘আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এখন কিছু উত্তেজনা তৈরি হতে পারে, অবশ্যই হবে। আমাদের জন্য হুমকি থাকলে তা অনিবার্য।’

তিন দেশ একে অপরের নিরাপত্তা রক্ষায় সম্মত হওয়ার পর ফিনল্যান্ড এবং সুইডেনের জোটে যোগদানের ওপর থেকে আপত্তি প্রত্যাহার করে নেয় ন্যাটো সদস্য দেশ তুরস্ক। এর একদিন পর পুতিন এ মন্তব্য করেছেন।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর