চলে গেলেন আ.লীগের উপদেষ্টা মুকুল বোস

আপডেট: July 2, 2022 |
print news

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস মারা গেছেন। ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় শনিবার ভোরে মারা যান তিনি।

মৃত্যুকালে মুকুল বোসের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়ে রেখে গেছেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুকুল বোসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, ‘আমরা দুঃখ ও বেদনার সঙ্গে জানাচ্ছি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) ভোর ৫টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেছেন।’

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর