রাজধানীর গুলিস্তানে বাস চাপায় যুবক নিহত

আপডেট: July 2, 2022 |
print news

রাজধানীর গুলিস্তানে মনজিল পরিবহনের একটি বাসের চাপায় জাহাঙ্গীর মাতব্বর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মওলানা ভাসানী স্টেডিয়ামের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিবাগে নেওয়া হয়। সকাল ৯টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবার নাম ইফাজ উদ্দিন। তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মনজিল পরিবহনের বাসের চাপায় আহত যুবককে ঢামেকে আনার পর মৃত ঘোষণা করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এরআগে শুক্রবার (১ জুলাই) দিনগত রাতে গুলিস্তানে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আরেক যুবক নিহত হন। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ বলছে, নিহতের বয়স আনুমানিক ৩০ বছর।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর