সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

আপডেট: July 4, 2022 |
print news

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বালিভর্তি ট্রাক্টরচাপায় বাইসাইকেল থেকে ছিটকে পড়ে আলামিন হোসেন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার দুপুরে দর্শনা রামনাগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন হোসেন দামুড়হুদা দর্শনা তালবাগান এলাকার আশরাফুল হকের ছেলে ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আলামিন হোসেন বাইসাইকেলে মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায়। বিদ্যালয় থেকে প্রাইভেট পড়া শেষে বাইসাইকেলে বাড়ি ফেরারকালে দর্শনা রামনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালিবোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় আলামিন সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির বলেন, ট্রাক্টরটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর