বংশালে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

আপডেট: July 19, 2022 |
print news

রাজধানীর বংশালে আব্দুর রউফ সেন্টু (৫০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার দিনগত রাত ১টার দিকে বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সেন্টু নামে ওই ব্যক্তি বংশাল তারা মসজিদ এলাকায় রাস্তার মধ্যে পড়েছিলেন। পরে দুই লোক তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, নিহত সেন্টুর শরীরে তেমন আঘাতের চিহ্ন না থাকলেও তার ডান হাতে একটি কাটা জখম রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে জানা গেছে, সেন্টু সূত্রাপুরের লক্ষ্মীবাজার এলাকায় থাকতেন। তিনি তেমন কিছু না করলেও ওই এলাকায় রাতে নাইটগার্ডরা সঠিকভাবে ডিউটি করেন কিনা তা দেখাশোনা করতেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর