যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা দিচ্ছে ইউক্রেনকে

আপডেট: July 23, 2022 |
Boishakhinews24.net 348
print news

রুশ বাহিনীকে প্রতিহত করতে ইউক্রেনকে আরও ২৭ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শুক্রবার দেশটির প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস থেকে দেয়া বিবৃতিতে প্রতিবেদনে বলা হয়, সামরিক ও আর্থিক সহায়তা বাবদ ইউক্রেনকে প্রাথমিকভাবে ৪ হাজার ৮২০ কোটি ডলার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গত মে মাসে ইউক্রেনের জন্য সহায়তা বরাদ্দ বিষয়ক একটি বিলও পাস হয় কংগ্রেসে।

সেই বিল অনুযায়ী, প্রাথমিকভাবে বরাদ্দ এই সহায়তার মধ্যে ৮২০ কোটি ডলার দেবে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন বাইডেন প্রশাসন, আর বাকি ৪ হাজার কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস।

বরাদ্দ করা সে অর্থ থেকেই ২৭ কোটি ডলারের সামরিক সহায়তা ইউক্রেনকে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে হোয়াইট হাউসের বিবৃতিতে।

ইউক্রেনের জন্য ঘোষণা করা এই সামরিক সহায়তা প্যাকেজে রয়েছে ৪টি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) ও ৫৮০টি অত্যাধুনিক ফনিক্স ঘোস্ট ড্রোন (চালকবিহীন বিমান)।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর