সম্পাদকের ভূমিকায় ব্রিটিশ রাজপুত্র চার্লস

আপডেট: August 28, 2022 |
print news

ব্রিটিশ রাজপুত্র চার্লস ‌‘ব্রিটিশ ব্ল্যাক’ সংবাদপত্র ‘দ্য ভয়েস’-এর একটি সংস্করণ সম্পাদনা করেছেন। সংবাদপত্রটির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি এ দায়িত্ব পালন করেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে বিশেষ এই সংস্করণটি ক্রয় করা যাবে।

দ্য ভয়েস প্রতিষ্ঠিত হয় ১৯৮২ সালে। এটি যুক্তরাজ্যের একমাত্র সংবাদপত্র যা প্রধানত কৃষ্ণাঙ্গদের সমস্যা এবং সংস্কৃতি নিয়ে খবর প্রকাশ করে।

রাজপুত্র চার্লস জানান, দ্য ভয়েসের অতিথি সম্পাদক হওয়ার প্রস্তাব তার হৃদয় ছুয়ে গেছে। তিনি আরও বলেন, ‘দ্য ভয়েস গত চার দশকে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে’।

চার দশকের কৃষ্ণাঙ্গদের অর্জনকে উদযাপন করার অংশ হিসেবেই রাজপুত্র চার্লস দ্য ভয়েসের অতিথি সম্পাদক হিসেবে যুক্ত হন। সংবাদপত্রটির নির্বাহী সম্পাদক পলেট সিম্পসন বলেন, ‘চার্লসের এই সম্পৃক্ততা ব্রিটেনে আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরিতে দ্য ভয়েসের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে’।

সূত্র: বিবিসি

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর