পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট: September 10, 2022 |
print news

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা শিশুরা হলো- মোহাম্মদ ফোরকানের ছেলে মো. আদনান (৩) ও একই বাড়ির ভাড়াটিয়া ওয়াইজ উদ্দিনের ১৫ মাসের মেয়ে উম্মে হাবিবা।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারশত ইউনিয়নের গুন্দ্বীপ গ্রামের ভুঁইয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গুন্দ্বীপ গ্রামের ভুঁইয়া বাড়িতে খেলতে খেলতে পুকুরে পড়ে যায় ১৫ মাসের উম্মে হাবিবা। এরপর পানি থেকে তাকে তুলতে নামে তিন বছর বয়সী আদনান। এসময় সেও পানিতে পড়ে ডুবে যায়।

পরে স্থানীয়রা পুকুর থেকে শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাফিজা মারজান বলেন, পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে তারা আগেই মারা গেছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর