যুদ্ধের প্রয়োজন নেই : বেলারুশ প্রেসিডেন্ট

আপডেট: October 22, 2022 |
Boishakhinews24 106
print news

বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো শুক্রবার জোরদিয়ে বলেছেন, মিনস্ক ইউক্রেন প্রবেশের প্রস্তুতি নিচ্ছে না। দেশটির পশ্চিমাঞ্চলে একটি সামরিক কেন্দ্রে ড্রোন পরিদর্শনকালে তিনি এমন কথা বলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র স্বৈরচারী এ নেতাকে বেলারুশের তৈরি ড্রোন দেখানো হয়। তিনি বলেন, এ ড্রোন ইউক্রেনের সাথে লাগোয়া সীমান্ত রক্ষার ক্ষেত্রে খুবই কার্যকর।

লুকাশেঙ্কো বলেন, তিনি তার দেশের দক্ষিণ প্রতিবেশির বিরুদ্ধে কোন অস্ত্র ব্যবহার করতে চান না। তবে দেশটি বলছে, তারা সাম্প্রতিক সময়ে রাশিয়ার বাহিনীর আগ্রাসন চলাকালে একের পর এক ইরানের তৈরি ড্রোন হামলার শিকার হয়েছে।

৬৮ বছর বয়সী এ নেতা বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে এ সব (ড্রোন) ব্যবহার করা বাঞ্ছনীয় হবে না। সর্বোপুরি (ইউক্রেনীয়রা) হচ্ছে আমাদের নাগরিক।’

বেলারুশের তৈরি ড্রোনের ব্যাপারে তিনি বলেন, ‘যারাই এ ড্রোন কিনতে আগ্রহ প্রকাশ করবে, তাদের কাছেই’ তা বিক্রি করবে বেলারুশ। বেলারুশ আর্থিক ও রাজনৈতিকভাবে তাদের প্রধান মিত্র দেশ রাশিয়ার ওপর নির্ভর করে।

লুকাশেঙ্কো রুশ সেনাদের বেলারুশে অবস্থান করার অনুমতি দিয়েছে এবং ফেব্রুয়ারিতে এসব সৈন্য বেলারুশের মাটি থেকে ইউক্রেনে তাদের আক্রমণ শুরু করে।

শুক্রবার তিনি জোরদিয়ে বলেন, মিনস্ক কোনো যুদ্ধ জড়াতে চাই না। আমরা কোথাও যাওয়ার পরিকল্পনা করছি না। এখন আর কোন যুদ্ধ না। আমাদের যুদ্ধের কোন প্রয়োজন নেই।’

কিয়েভ উত্তর দিকে থেকে নতুন করে হামলার বিপদ সম্পর্কে সতর্ক করেছে।

এদিকে সোমবার লুকাশেঙ্কো অভিযোগ করেন যে, ইউক্রেন বেলারুশে হামলা চালানোর ষড়যন্ত্র করছে। ফলে তিনি রাশিয়ার সাথে যৌথ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন।

খবর এএফপি

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর