পিরোজপুরে পিকআপের চাপায় প্রাণ গেলো যুবকের

আপডেট: November 20, 2022 |
print news

পিরোজপুরে বালু বোঝাই পিক আপের চাপায় মো. রিয়াজ হাওলাদার নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার পাড়েরহাট সড়কের ছোট পুলের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ হাওলাদার পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার দক্ষিণ ইন্দুরকানি গ্রামের মো. লতিফ হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে যাত্রীদের পিরোজপুরে নামিয়ে দিয়ে ইন্দুরকানি ফেরার পথে বালু বোঝাই একটি পিকআপ রিয়াজকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন বলেন, সকালে ফায়ার সার্ভিস রিয়াজ হাওলাদার নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, সকালে পাড়ের হাট সড়কে বালু বোঝাই পিকআপের চাপায় এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর