শপথ নিলেন সিলেটের ওসমানীনগর উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা

আপডেট: December 1, 2022 |
print news

ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি। একই সময়ে সমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আনা মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগমও শপথ নেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে তাকে শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

বিভাগীয় কমিশনার ড.মোশাররফ হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন, আপনারা তরুন নেতৃত্ব, জনগণ আপনাদের উপর যে দায়িত্ব অর্পন করেছে সেই দায়িত্বগুলো সততা ও নিষ্টার সাথে পালন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে অগ্রণী ভূমিকা পালন করবে। পরিশেষে তিনি ওসমানীনগর উপজেলাবাসীদেরও ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর