সিলেটে বর্ণিল শোভাযাত্রায় বিজয়ের মাস বরণ

আপডেট: December 1, 2022 |
print news

সিলেটে বিজয়ের মাসকে বর্ণিল শোভাযাত্রায় বরণ করেছে জেলা প্রশাসন। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে শহীদ মিনারের বেদিমূলে শ্রদ্ধা জানানো হয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে বিজয়ের মাস উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে এ শোভাযাত্রা বের করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, নারীনেত্রী নাজনীন হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ প্রমুখ।

শোভাযাত্রায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর