বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর যুবলীগের বিক্ষোভ

আপডেট: December 9, 2022 |
print news

মাসুদ পারভেজ,গাজীপুর প্রতিনিধি: বিএনপি -জামায়াতের নৈরাজ্য ও পুলিশের উপর হামলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে শুক্রবার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল’র নেতৃত্বে স্থানীয় চন্দনা চৌরাস্তা এলাকায় একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে গাজীপুর জেলা শ্রমিক পরিবহন মালিক সমিতির কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে যোগ দেয়। সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত, যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, আবুল কালাম আজাদ মালম, দেলোয়ার হোসেন, আব্দুল হালিম মন্ডল, আমিন সরকার,পাপের সরকার প্রমূখ।
যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, বিএনপি-জামায়াত আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা পুলিশের উপর হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা এসবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। গাজীপুরে আমরা তাদের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াব।

Share Now

এই বিভাগের আরও খবর