গাজীপুরে চলছে ’হরতাল চিত্র’

আপডেট: December 10, 2022 |
print news

গাজীপুর প্রতিনিধি: ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে শনিবার ভোর থেকেই গাজীপুরে সড়ক-মহাসড়কে হরতাল চিত্র বিরাজ করছে। কিছু ট্রাক-পণ্যবাহী গা[ড় চলাচল করলেও দূরপাল্লার যাত্রীবাহী একেবাইরেই দেখা যাচ্ছেনা। মোটরসাইকেল –প্রাইভেট কার জাতীয় ছোট গাড়ি চলাচলেও বেশ কড়াকড়ি চলছে। মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশের বিভিন্ন চেকপোস্টে এসব গাড়িতে চলছে তল্লাশী। গাড়ি সংকটে পড়ে পোশাক শ্রমিক ও সাধারণ যাত্রীরা পড়েছে ভোগান্তিতে।

ঢাকা-শেরপুর রুটে চলাচলকারী দোলা এন্টারপ্রাইজের বাস চালক আব্দুল মান্নান জানান, শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে ভালোভাবেই চলছিল। পথে শনিবার ভোরে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে পৌঁছালে পুলিশ গাড়ি থামিয়ে যাত্রী নামিয়ে দেয়।
ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী নাহিদ এন্টার প্রাইজের বাস চালক মো. বাবু মিয়া একই কথা জানান, তিনি ঢাকায় যাওয়ার পথে পুলিশীর বাধার মুখে গন্তব্যে যেতে পারিনি।

গাজীপুর সদরের মনিপুর এলাকা থেকে হাজেরা খাতুন তার ডায়রিয়া আক্রান্ত ৮মাসের শিশুকে কোলে নিয়ে মহাখালী ডায়রিয়া হাসপাতালে যাওয়ার জন্য অতি কস্টে জয়দেবপুর-চৌরাস্তা পর্যন্ত পৌঁছেন। কিন্তু বাস/গাড়ি সংকটে তিনি হাসপাতালে যেতে পারছেন না। পওে পাঁয়ে হেঁটে ভোগড়া বাইপাস মোড়ে পৌঁছেন। সেখানে সিএনজি চালিত এক অটোতে বসে আছেন। কিন্তু পুলিশ অটো চলতেও বাধা দেয়ায় শিশুর অবস্থা নিয়ে দু:শ্চিতার মধ্যে আছেন বলেন তিনি।

টঙ্গীর বাদাম এলাকার তামিসনিয়া ফ্যাশনের শ্রমিক সুমন মিয়া জানান, শুক্রবারে উন্মূক্ত বিশ^বিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রণের জন্য বৃহস্পতিবার অফিস সেরে গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা এলাকায় যাই। শনিবার ভোরে ময়মনসিংহ থেকে টঙ্গীর উদ্দেশ্যে রওনা হয়ে বিপাকে পড়ি। ছোট/খাটো বিভিন্ন যানবাহনে গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় পৌঁছি। সেখানেই সকাল ৯টা বেজে গেছে। কখন অফিসে পৌঁছুতে পারবো তা অনিশ্চিত।

একই কথা বলেন টঙ্গীর গাজীপুরার সাতাইশ এলাকার হ্যান্ডি ক্রাফট বিউটি এন্ড ফ্যাশনের কর্মী খাইরুন্নাহার বলেন, সড়কে যেন হরতালের চিত্র চলছে। অফিসে যাওয়ার গাড়ি পাচ্ছি না। ভোগড়া বাইপাসে সকাল ৭টা থেকে বাসের জন্য অপেক্ষা করছেন তিনি। সকাল ৯টায়ও কোন গাড়ি পাননি তিনি।

একই কথা বলেন গাজীপুর মহানগরের কোনাবাড়ির বাসিন্দা নুরে আলম। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার এসএম সোর্সিং কারখানায় যেতে পারেননি। গাজীপুর মহানগরীর কড্ডা এলাকায় তিনি গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর