যথাযোগ্য মর্যাদায় ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট: December 14, 2022 |
print news

ইবি প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২২ পালিত হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার।

বুধবার (১৪ ডিসেম্বর) এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে তারা। কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন উল্লেখযোগ্য।

এদিন সকাল ১০টার দিকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং কালো পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ আলমগীর হোসেন ভূঁইয়া।

পতাকা উত্তোলন শেষে সকাল ১০টার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের নেতৃত্বে শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধে সমবেত হয়।

এ সময় র‌্যালিতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ইবি শাখা ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

শোক র‌্যালি শেষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার। এরপর একে একে শিক্ষক সমিতি, বিভিন্ন আবাসিক হল, বিভাগ, পরিষদ, সাংবাদিক সংগঠন, শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. আ স ম শোয়াইব আহমেদ।

এর আগে, ১৪ ডিসেম্বর প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে মৃত্যুঞ্জয়ী ম্যুরালে মোমবাতি প্রজ্জলন। ১৩ ডিসেম্বর সন্ধ্যায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর