৩৭ প্রতিষ্ঠানকে দেওয়া হলো আইসিএসবির ‘কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড’

কর্পোরেট গভর্নেন্সে স্বচ্ছতা, সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে ৩৭টি প্রতিষ্ঠানকে কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিল ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।
‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক জমকালো অনুষ্ঠানে আইসিএসবির নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ২০২১ সালে সাফল্যের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত থেকে করপোরেট গভর্নিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড তুলে দেন।
প্রধান অতিধি সালমান ফজলুর রহমান বলেন, দেশের সকল তালিকাভুক্ত প্রতিষ্ঠানের জন্য কর্পোরেট গভর্নেন্সে তাদের কর্মক্ষমতা যাচাই করার জন্য আইসিএসবি একটি অসাধারণ প্ল্যাটফর্ম। আমি আইসিএসবির সার্বিক উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছি, যাতে করে আইসিএসবি ভবিষ্যতে দেশের উন্নয়নের জন্য আরও উল্লেখযোগ্য ভুমিকা রাখতে পারে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স-২০২১ এর জন্য ৯ম আইসিএসবি জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ইতোমধ্যে উদ্যোগটি বাংলাদেশের কর্পোরেট পেশাজীবীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আইসিএসবির এই উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কর্পোরেট ব্যবস্থাপনায় সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি সম্পর্কে সচেতনতা তৈরি করা। এর ফলে বাংলাদেশের তালিকাভুক্ত কোম্পানিগুলো তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ কমপ্লায়েন্স বজায় রাখা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস, কর্পোরেট গভর্নেন্স কমিটির চেয়ারম্যান এম নুরুল আলম এফসিএস, কাউন্সিল সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।