চট্টগ্রামের নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আপডেট: December 22, 2022 |
print news

চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান ২০২২/এ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০২২/বি ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমির এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

নেভাল একাডেমিতে একাডেমির প্রশিক্ষণার্থী ক্যাডেটদের কুচকাওয়াজ প্রত্যক্ষ ও সালাম গ্রহণ এবং নবীন কর্মকর্তাদের কমিশন প্রদান করবেন প্রধানমন্ত্রী। পরে ক্যাডেটদের উদ্দেশে বক্তব্য দেবেন। কুচকাওয়াজ শেষে বিকেলে আবার ঢাকায় ফিরে যাবেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ২০২০/এ ব্যাচের ৩৭ জন মিডশিপম্যান এবং ২০২২/বি ব্যাচের ৬ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ সর্বমোট ৪৩ জন নবীন কর্মকর্তাকে কমিশন দেয়া হবে। এদের মধ্যে নয়জন নারী এবং ২ জন প্যালেস্টাইনের কর্মকর্তা রয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর