বিএনপির হারুনুর রশীদের আসন শূন্য ঘোষণা করে গেজেট

আপডেট: December 23, 2022 |
print news

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

বৃহস্পতিবার সংসদ সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত গেজেটটি প্রকাশিত হয়।

প্রকাশিত গেজেটে বলা হয়, সংসদ সদস্য মো. হারুনুর রশীদ ০৭ পৌষ ১৪২৯/২২ ডিসেম্বর ২০২২ তারিখে পদত্যাগ করায় একাদশ জাতীয় সংসদের ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।

এর আগে হারুনুর রশীদ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দফতরে পদত্যাগপত্র জমা দেন।

সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে শূন্য ঘোষিত এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বিএনপি’র পদত্যাগে পাঁচটি সংসদীয় আসন শূন্য হলে নির্বাচন কমিশন সেগুলোর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।

Share Now

এই বিভাগের আরও খবর