ক্রিসমাসে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা বিভিন্ন হোটেলে পাচ্ছেন বিশেষ ডিসকাউন্ট

আপডেট: December 24, 2022 |
print news

ঢাকার স্বনামধন্য হোটেলগুলোতে ক্রিসমাস ও নিউ ইয়ার উপলক্ষে ব্র্যাক ব্যাংক-এর কার্ডে গ্রাহকরা পাচ্ছেন ২৫ শতাংশ পর্যন্ত ছাড়।

ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডের গ্রাহকদের ক্রিসমাস ও নতুন বছর উদযাপনকে আনন্দময় করতে ব্র্যাক ব্যাংক হোটেলগুলোতে এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যাক ব্যাংক-এর গ্রাহকরা ক্রিসমাস উপলক্ষে কিডস কার্নিভাল টিকিটে ১৫ শতাংশ ছাড় পাবেন। এই হোটেলে ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডের গ্রাহকরা ৬ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ক্যাফে বাজার রেস্টুরেন্টে এ-লা-কার্টে মেন্যুতে ২০ শতাংশ ছাড় পাবেন।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, ডোরিন হোটেল এবং আমারি ঢাকা হোটেলগুলোতে ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডের গ্রাহকরা ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত খাদ্য সামগ্রী এবং ক্রিসমাস ও নিউ ইয়ার কেক আইটেমগুলিতে ২৫% ছাড় উপভোগ করবেন।

ওয়েস্টিন ঢাকা এর ডেইলি ট্রিটস অ্যান্ড স্প্ল্যাশ রেস্টুরেন্টে ২ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ব্র্যাক ব্যাংক-এর সকল কার্ডহোল্ডারকে এ-লা-কার্টে মেন্যুতে ২২% ডিসকাউন্ট প্রদান করবে। শেরাটন ঢাকা ২ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ব্র্যাক ব্যাংক-এর সকল কার্ডের গ্রাহককে টোস্টিনা রেস্টুরেন্টে এ-লা-কার্টে মেন্যুতে ২২% ডিসকাউন্ট প্রদান করবে।

এই অফার সম্পর্কে ব্র্যাক ব্যাংক-এর হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “ব্র্যাক ব্যাংক সবসময় বিশেষ উৎসব উপলক্ষে সেরা অফারগুলো নিয়ে আসে। আমাদের ক্রিসমাস ও নিউ ইয়ার অফারগুলো গ্রাহকদেরকে পরিবার-পরিজনদের নিয়ে এই বিশেষ উত্সব উদযাপনকে আরও আনন্দময় করবে। আমাদের ডেবিট ও ক্রেডিট কার্ড অনেক ক্যাটাগরি ও পার্টনার নিয়ে গ্রাহকদের জন্য সবসময় দিয়ে আসছে সর্বোৎকৃষ্ট সুবিধা।”

এ অফার সম্পর্কে আরও বিস্তারিত জানতে ফোন করুন ২৪-ঘন্টা কল সেন্টার ১৬২২১ এই নম্বরে এবং ভিজিট করুন ব্যাংকের ওয়েবসাইটে: – https://www.bracbank.com/christmas-offers-2022/

Share Now

এই বিভাগের আরও খবর