খুলনায় পাটের ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

খুলনার আড়ংঘাটা পাটের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অফিসের উপসহকারি পরিচালক (খুলনা) তানহারুল ইসলাম আগুনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে গোডাউনে পাটের ঝুট বেশি থাকায় আগুন এখনও পুরোপুরি নেভেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
এর আগে খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মামুন বলেন, বেলা সাড়ে ১২টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর সেখানে একে একে ৭টি ইউনিট কাজ শুরু করে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তানহারুল ইসলাম।