মিয়ানমারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মনোয়ার হোসেন

আপডেট: January 12, 2023 |
print news

মিয়ানমারে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোয়ার হোসেনকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মনোয়ার হোসেন বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘ স্থায়ী মিশনে বাংলাদেশের উপ স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ২০তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি মিয়ানমারের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

মনোয়ার হোসেন ওয়াশিংটন ও সিঙ্গাপুরের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর