ইবির আইন বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

আপডেট: January 17, 2023 |
eib 11zon
print news

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগে ” ভায়োলেন্স এগেইনস্ট উইমেন ইন ঢাকা সিটি” শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সেলিম তোহা। আলোচক হিসেবে বক্তব্য রাখেন একই বিভাগের অধ্যাপক ড. নূরন নাহার, সহযোগী অধ্যাপক ড.আব্দুল করিম খান, অধ্যাপক ড. আনিসুর রহমান, এবং রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আজিজ মিয়া (সেশন ২০১৪- ২০১৫)।

এছাড়াও উক্ত সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষকরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডলের তত্ত্বাবধানে পিএইচডি গবেষক আব্দুল আজিজ তার গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি ‘‌ঢাকা শহরে নারীর বিরুদ্ধে সহিংসতার’ চিত্র তার গবেষণার মাধ্যমে তুলে ধরেন।

Share Now

এই বিভাগের আরও খবর