জয়পুরহাটে ভিক্ষুক পুনর্বাসন বিষয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

আপডেট: January 19, 2023 |
IMG 20230119 WA0009 11zon
print news

জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটে ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, জয়পুরহাট প্রেসকাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, সাবেক সভাপতি মোস্তাকিম ফাররোখ, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ মাশরেকুল আলম, খ ম আব্দুর রহমান রনি, রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, টেকসই উন্নয়ন ও লক্ষ্য মাত্রা অর্জনে এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহন করেছে। এর অংশ হিসেবে ভিক্ষুক মুক্তকরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহন করে স্বাবলম্বী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার কাজ চলছে। জয়পুরহাট জেলার ভিুকদেরকে পুনর্বাসন ও সহযোগিতার জন্য ২০১৮ সালে একটি তহবিল গঠন করা হয়। জয়পুরহাট জেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছায় ১ দিনের মূলবেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে প্রদান করেন। স্থানীয়ভাবে সংগৃহীত অর্থের পরিমাণ ৩৫ লাখ ৯৮ হাজার ৮শ’ ৩৫ টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ২০১৯ সালের মে মাসে অনুদান হিসেবে ৩০ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। ভিুক মুক্তকরণে মোট তহবিলের পরিমাণ দাঁড়ায় ৬৫ ল ৯৮ হাজার ৮শ’ ৩৫ টাকা।

এ অর্থ হতে ২০২০ সালের জানুয়ারি মাসে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের ২৬ জন ভিুককে পুনর্বাসনের জন্য ব্যয় করা হয় ২ ল ৭৫ হাজার টাকা। এছাড়াও পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ১শ’ ১৪ জন ভিুককে পুনর্বাসনের জন্য ৮ ল ৩৪ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয়। বর্তমানে ভিুক মুক্তকরণ ও পুনর্বাসন তহবিলে ৫৪ ল ৮৯ হাজার ৩শ’ ৩৫ টাকা আছে। প্রকৃত ভিুক বাছাই কার্যক্রম চালিয়ে সকল উপজেলা হতে ৭শ’ ৮৬ জন প্রকৃত ভিুকদের তালিকা পাওয়া গেছে। ভিুক পুনর্বাসনকল্পে তাদেরকে দোকানঘর, গরু, ছাগল, ভেড়া, ভ্যানগাড়ী, অটোভ্যান, মুদি দোকান, হাঁস-মুরগী পালন, মুড়ি ব্যবসা ও ুদ্র ব্যবসা এবং তাদের চাহিদা মোতাবেক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এ টাকা দিয়ে জয়পুরহাট জেলার ভিুক পুনর্বাসনের কার্যক্রম চলমান রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, জেনারেল সার্টিফিকেট শাখা, আর এম শাখা) মৌসুমী হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্থানীয় সরকার শাখা, রেকর্ডরুম শাখা, আইসিটি শাখা’র হাবেল উদ্দিন, নেজারত শাখা, ট্রেজারী শাখা’র রাজিব হোসেন, জে এম শাখা, শিা ও কল্যাণ শাখা, লাইব্রেরী শাখা, ফরমস এন্ড ষ্টেশনারী শাখা’র শামীম হোসাইন, গোপনীয় শাখা, এলএ শাখা, মিডিয়া ও রিসার্চ সেল’র আজহারুল ইসলাম, সংস্থাপন শাখা, সাধারণ শাখা (পর্যটন সেলসহ), প্রবাসী কল্যাণ শাখা’র দিল আফরোজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল­াহ-আল-মাহবুব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

Share Now

এই বিভাগের আরও খবর