শুক্রবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে

আপডেট: January 19, 2023 |
boishakhinews 64
print news

২২ জানুয়ারি পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ট্রেন চলবে বলে বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুক্রবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে, রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামাতের বার্ষিক এই সম্মিলন।

ঢাকা মেট্রোরেল গত ডিসেম্বরে যাত্রা শুরুর পর আগারগাঁও থেকে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত চলাচল করছে, তাও দিনের এক বেলা।

ইজতেমার কারণে এখন দুই বেলায়ই চলবে। আর দিয়াবাড়ি নেমে যারা তুরাগ তীরে ইজতেমা মাঠে যেতে চাইবেন, তারা উত্তরার হাউজ বিল্ডিং পর্যন্ত শাটল বাস ব্যবহার করতে পারবেন। আবার দুপুরে আখেরি মোনাজাত শেষে ইজতেমায় অংশগ্রহণকারীরা বিকাল পর্যন্ত মেট্রোরেলে আগারগাঁও ফিরতে পারবেন। এই পথে যাতায়াতে ভাড়া গুণতে হবে ৬০ টাকা।

ইজতেমার দ্বিতীয় পর্ব: পার্কিং ও ডাইভারশনে ডিএমপির নির্দেশনা :
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী ২০ থেকে ২২ জানুয়ারি ২০২৩ পর্যন্ত টঙ্গির তুরাগ তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ২২ জানুয়ারি রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে আগারগাঁও মেট্রো রেল স্টেশন পর্যন্ত এবং বিপরীতক্রমে বিরতিহীনভাবে মেট্রোরেল চলালচল করবে।”

Share Now

এই বিভাগের আরও খবর