ফ্যাশন শোয়ে যান, মডেলদের হাতে ব্যাট বল তুলে দিন: গাভাস্কার

আপডেট: January 21, 2023 |
গাভাস্কার
print news

নির্বাচকদের একহাত নিলেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা মুম্বই ব্যাটার সরফরাজ খানকে টেস্ট সিরিজের দলে না নেওয়ায় বিরক্ত গাভাস্কার। চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে রীতিমতো আক্রমণ করেছেন তিনি।

গত মওসুম থেকেই দারুণ ছন্দে সরফরাজ। এই বছরও রনজিতে নিয়মিত রান পাচ্ছেন। দিল্লির হয়েও শতরান করেছেন সম্প্রতি। সরফরাজকে উপেক্ষা করায় অনেক সাবেকরাই বিরক্ত। সেই তালিকায় এবার সুনিল গাভাস্কার। তিনি বলেই দিলেন, এক কাজ করুন। ফ্যাশন শোয়ে যান। স্লিম ও ট্রিম ছেলেদের নিয়ে আসুন। সানির কথায়, শতরান করার পর সরফরাজ যে মাঠের বাইরে থাকছে, এমনটা তো নয়। এর অর্থ ক্রিকেট খেলার মতো ফিটনেস ওর রয়েছে।

এখন নির্বাচকরা যদি স্লিম ও ট্রিম ক্রিকেটার চান, তাহলে ফ্যাশন শোয়ে যেতে পারেন। সেখান থেকে কিছু মডেল বাছাই করে নিয়ে এসে ব্যাট ও বল ধরিয়ে দিন। ছন্দে থাকা ক্রিকেটারকে নেওয়ার চেষ্টা করতে হয়। সবচেয়ে বড় কথা, চেহারা নয়, রান ও উইকেটের কথা বিবেচনা করে নির্বাচন হওয়া উচিত।

এ ঘটনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। সুযোগ না পেয়ে কেঁদে ফেলেছিলেন সরফরাজ। যা তিনি নিজেই স্বীকার করেছিলেন। এবার গাভাস্কারও দাঁড়ালেন মুম্বাই ব্যাটারের পাশে।

Share Now

এই বিভাগের আরও খবর