রূপগঞ্জে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল নেতাকর্মীতে পূর্ণ

আপডেট: February 2, 2023 |
inbound8982905418038240089
print news

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রধানমন্ত্রীর সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে পূর্বাচল রাজউকের মাঠ দলের নেতাকর্মীতে পূর্ণ হয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যেই নেতাকর্মীরা মাঠে চলে আসেন। রূপগঞ্জ উপজেলার পূর্বাচল মেট্রো রেলের ডিপো উদ্বোধন করতে আজ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আগে থেকেই রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকরা প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ডে ব্যানার ফেস্টুন ও পোস্টার লাগিয়ে ব্যাপক প্রচার করেছেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ। প্রধানমন্ত্রীকে বরণ করতে জেলা, উপজেলা প্রশাসনসহ দলীয় নেতাকর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ৩শ’ ফুট সড়ক তোরণ ও ব্যানারে ছেয়ে গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর