রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ আজ

আপডেট: February 16, 2023 |
print news

পাইপলাইন মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেশ কিছু এলাকায় ৩ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য ১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট তিন ঘণ্টা মাধবদী পৌরসভা, বিরামপুর কালীবাড়ী রোডসহ নুরালাপুর ইউনিয়ন এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Share Now

এই বিভাগের আরও খবর