রামপাল থে‌কে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

আপডেট: February 16, 2023 |
Bagerhat Rampal Tapbiddut Kendro Pic 3 11zon
print news

বাগেরহাট প্রতিনিধি: কয়লা-সংকটে টানা এক মাস ধরে বন্ধ থাকার পর বুধবার দিনগত রাত সাড়ে ১১টার পর থেকে ফের উৎপাদনে গেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। উৎপাদন শুরুর পর কেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে বলে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বাগেরহাটের রামপালে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট এলাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) প্রকল্প পরিচালক সুভাষ চন্দ্র পান্ডে বলেন, কয়লা-আমদানির পর রাত থেকে নতুন করে উৎপাদন শুরু হয়েছে কেন্দ্রের প্রথম ইউনিট। কয়লা আমদানির নিয়ে যে জটিলতা ছিল, সেই সংকট ধীরে ধীরে নিরসন হচ্ছে। এই বিদ্যুৎকেন্দ্রের জন্য পরিবেশের কোন ক্ষতি হবে না।’

বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনা প্রতিষ্ঠান বিআইএফপিসিএলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ারুল আজীম জানান, গত রাত সাড়ে ১১টা থেকে আমরা পুনরায় উৎপাদন শুরু করেছি। প্রথমে ১০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডের সরবরাহ করা হয়। ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে। রামপাল বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে দেশে চলমান লোডশেডিং বন্ধ হবে বলে আশা করছেন তি‌নি।

 

Share Now

এই বিভাগের আরও খবর