যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: February 16, 2023 |
ড. এ কে আব্দুল মোমেন
print news

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধির এ বিষয়ে আলোচনা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরীতা নয়- এ মতবাদে বিশ্বাসী।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সব সম্ভাবনা কাজে লাগিয়ে সম্পর্ক আরও উন্নত করতে চায় দেশটি।’

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সাহায্য করবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ বড় বড় দেশকে রোহিঙ্গা শরণার্থী নেওয়ার অনুরোধ জানিয়েছি। অনেকে ইতিবাচক সাড়াও দিয়েছে।’

মোমেন বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিবসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক, এখানে র‌্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি একেবারেই ছোটোখাটো। এ নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের আলোচনা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর