কালীগঞ্জে আওয়ামী শ্রমিক লীগের ত্রি-র্বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট: February 20, 2023 |
jhenidah photo 5 11zon
print news

টিপু সুলতান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জে উপজেলা আওয়ামী শ্রমিক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে কালীগঞ্জ উপজেলার পৌর অডিটোরিয়ামে এ সম্মেলনে কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি রজব আলী মন্টুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

ঝিনাইদহ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাচ আলী বিশেষ অতিথি ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।

এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঝিনাইদহ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শীবলি নোমানী, মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক ইউনিয়ন সভাপতি ও কালীগঞ্জ গোলাম রসুল, চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু,আবুল কালাম আজাদ,আলী হোসেন অপু, আলাউদ্দীন আল আজাদ,নাছির চৌধুরী, রাজু আহমেদ রনি,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ সহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন নেতা কর্মিবৃন্দরা।

Share Now

এই বিভাগের আরও খবর