আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইবি ছাত্রলীগের কুইজ প্রতিযোগিতা

আপডেট: February 21, 2023 |
1 1
print news

ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে আমার বায়ান্ন, আমার গর্ব” শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, এস্টেট শাখার প্রধান শামসুল ইসলাম জোহা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ সভাপতি তন্ময় সাহা টনি, বনি আমিন, আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, হোসাইন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের মেধা বিকাশে এ সকল কার্যক্রম আয়োজন করবে এবং এ ধরনের কাজ অব্যাহত রাখবে।

Share Now

এই বিভাগের আরও খবর