‘আগামী’ স্কুল আউটরিচ প্রোগ্রাম শুরু করেছে ব্র্যাক ব্যাংক

আপডেট: February 23, 2023 |
BRAC Bank 11zon
print news

ব্রিটিশ কাউন্সিল-এর সহযোগিতায় একাডেমিয়া স্কুলের সাথে ‘আগামী’ স্কুল আউটরিচ প্রোগ্রাম শুরু করেছে ব্র্যাক ব্যাংক। শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং ও আর্থিক সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্র্যাক ব্যাংক-ই প্রথম স্থানীয় ব্যাংক, যেটি স্কুলগুলোর সাথে এই কার্যক্রমের ব্যবস্থা করার জন্য ব্রিটিশ কাউন্সিল-এর সাথে পার্টনারশিপ করেছে।
৬ ফেব্রুয়ারি, ২০২৩ স্কুল ক্যাম্পাসে আর্থিক ও ব্যাংকিং সাক্ষরতা সেশন শীর্ষক অনুষ্ঠানের প্রথম দিনে, ব্যাংকের আগামী টিম সঞ্চয়ের গুরুত্ব এবং টিপস-এর পাশাপাশি বিনিয়োগের মূল বিষয়গুলি বিশদভাবে বর্ণনা করে। অনুষ্ঠানে মোট ১১০ জন অংশগ্রহণকারী শিক্ষার্থী ব্র্যাক ব্যাংক-এর ফিউচার স্টার অ্যাকাউন্ট, ‘আগামী’ সেভারস অ্যাকাউন্ট, ‘আগামী’ পার্সোনাল লোন,
স্টুডেন্ট ফাইল সার্ভিস-সহ বিভিন্ন প্রোডাক্ট ও সেবা সম্পর্কে জানার সুযোগ পান।

পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি ২০২৩ ‘ব্যাংকিং বেসিক ফর স্টুডেন্টস’ পর্বে, একাডেমিয়া স্কুলের শিক্ষার্থীদের একটি দলকে ব্যাংকের ধানমন্ডি এবং ধানমন্ডি ২৭ শাখায় ঘুরিয়ে দেখানো হয়, যেখানে তাদের সামনে ব্যাংকিংয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ইকেওয়াইসি-এর মাধ্যমে কীভাবে অ্যাকাউন্ট খোলা হয়, কীভাবে নগদ লেনদেন হয় এবং কীভাবে শাখাগুলোতে গ্রাহকদের মানসম্পন্ন সেবা দেওয়া হয়, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। পুরো স্টুডেন্ট-ব্যাংকিং সার্ভিস কীভাবে কাজ করে তার অভিজ্ঞতা পেতে শিক্ষার্থীরা আগামী স্টুডেন্ট সেন্টারও পরিদর্শন করে।

Share Now

এই বিভাগের আরও খবর