রাজাপুরে জতীয় বীমা দিবস পালিত

আপডেট: March 1, 2023 |
inbound2497815757166605751
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” স্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস ২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে রাজাপুর উপজেলা প্রশাসন এক র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

বুধবার ১লা মার্চ সকাল ১০ টায় রাজাপুরের সকল ইনস্যুরেন্স কোম্পানি গুলোর কর্মকর্তা ও গ্রাহকদের নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে ও মো. শহীদুল ইসলাম মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান।

এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর উপজেলা ইনস্যুরেন্স কোম্পানি গুলোর পক্ষ থেকে মোঃ মিজানুর রহমান, কামরুল কবির মিন্টু, মাকসুদা আক্তার, মো. আহসানুল কবির মামুন (ফরাজী), মোঃ জাকির হোসেন প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর