গুরুদাসপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট: March 1, 2023 |
inbound6932015730699574060
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত।

কৃষি অফিসার মোঃ মতিউর রহমানের সঞ্চালনায়
বুধবার গুরদাসপুর কৃষি অধিদপ্তর এর আয়োজনে নাটোরের গুরুদাসপুর কাছিকাটায় প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলার জেলা প্রশিক্ষণ অফিসার ড. মো: ইয়াছিন আলী।

গুরুদাসপুর উপজেলা কৃষি অফিসার মোঃ হারুনর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসিন্দা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মোঃ আব্দুল বারি, গুরুদাসপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার সাবিয়া সুলতানা।

আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন মসিন্দা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, খুবজীপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ এবং পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাসির হোসেন।

প্রদর্শনী কৃষক রঞ্জু আহমেদ পূর্বে স্থানীয় জাত টরি-৭ চাষ করতেন। তবে বর্তমানে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় উচ্চ ফলনশীন জাত বারি সরিষা-১৪ চাষ করেছেন এবং তিনি পূর্বের তুলনায় অধিক ফলন পাওয়ার কথা ব্যক্ত করেছেন।

মাঠ দিবসে উপস্থিত কৃষকগণ কৃষি অফিসের পরামর্শক্রমে আগামীতে বারি-১৪, ১৫, ১৭ এবং ১৮ জাতের সরিষা চাষ করবেন বলে সহমত প্রকাশ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর