গুরুদাসপুরে খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা


ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধিঃ মাদক মুক্ত জীবন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে বাল্যবিবাহ সম্পর্কে সচেতন হতে এবং সুস্থ প্রতিভা বিকাশের লক্ষ্যে নাটোরের গুরুদাসপুর খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন খুবজিপুর বহুমুখী বিদ্যালয়।
অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ শিরাজুল ইসলাম শিশির, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, খুবজিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম দোলন প্রমূখ।
সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ছিল হামনাত বিতর্ক প্রতিযোগিতা দৌড়,হাই জাম, লং জাম, ডিসপ্লে, দেশাত্মবোধক,লালন সংগীত, নিত্য, কবিতা পাঠ সহ আকর্ষণীয় চমকপদ সকল অনুষ্ঠান।
অনুষ্ঠানে ২০২০/২১/২২ এসএসসি শিক্ষাবর্ষের জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং আমন্ত্রিত অতিথিদের উপহার তুলে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান জানান করনাকালীন বিগত বছরগুলোতে শিক্ষার্থীদের নিয়ে এমন অনুষ্ঠান হয় নাই তাই এ বছর লেখাপড়ার পাশাপাশি সুন্দর সুস্থ প্রতিভা বিকাশের লক্ষ্যে এমন অনুষ্ঠানের আয়োজন