রংপুর-বগুড়া মহাসড়কের সাদুল্লাপুরের বত্রিশ মাইলে অটো চার্জারভ্যান সড়ক দুর্ঘটনায় শিহাব ঘটনাস্থলেই নিহত অপর বন্ধু গুরুতর আহত

আপডেট: March 3, 2023 |
Boishakhinews24.net 40
print news

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- রংপুর-বগুড়া জাতীয় মহাসড়কের সাদুল্লাপুরের বত্রিশ মাইল নামকস্থানে অটো চার্জারভ্যান সড়ক দূর্ঘটনায় স্বেচ্ছাসেবি যুবক শিহাব সরকার(২২) ঘটনাস্থলেই নির্মম নিহত, অটো চালক ও অপর বন্ধুসহ ২জন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পলাশবাড়ী পৌরশহরের গিরিধারীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ১ সন্তানের জনক শিহাব সরকার কয়েক বন্ধুসহ ২ মার্চ বৃহস্পতিবার সন্ধাপর বিশেষ সিঙ্গারা খেতে সাদুল্লাপুরের আলীপুরের মোড়ে যায়। সেখানে সিঙ্গারা খেয়ে ফিরে আসার পথে অটো চার্জারভ্যান সড়ক দূর্ঘটনায় শিহাব নামের একজনের মৃত্যু হয়েছে।

আজ ২ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায় অটো ভ্যান যোগে কয়েকজনকে সাথে নিয়ে আলিপুর নামক স্থানে সিঙ্গারা খাওয়ার জন্য গেলে, ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সড়ক দুর্ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত শিহাব সরকার পলাশবাড়ীর বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল। স্বেচ্ছাসেবী সংগঠন জান্নাত ফাউন্ডেশন এর সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর