যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ যুবক নিহত

আপডেট: March 3, 2023 |
ছবি 9
print news

রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় আকবর হোসেন (৪০) ও হাসান (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সোহেল নামে আরও একজন।

শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আকবর ও হাসানকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলের চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন রুবেল বলেন, সকালে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে রাস্তার পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। আর দুজন সিএনজি চালকের সঙ্গে ভাড়া ঠিক করছিলেন।

এ সময় দ্রুত গতির একটি পিকআপ ভ্যান পেছন থেকে সিএনজি সহ তাদের ধাক্কা দেয়। সিএনজি চালকসহ তিনজন আহত হয়। পরে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে সিএনজিচালক হাসান ও আকবরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরও বলেন, এ ঘটনায় পিকআপ চালক এবং হেলপারকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর