পদ্মায় গোসলে নেমে যুবকের মৃত্যু

রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে মো. সোহাইল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) দুপুরে নগরীর লালন শাহ মুক্তমঞ্চ এলাকার পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।
নিহত মো. সোহাইল রাজশাহী নগরীর সিএন্ডবির মোড় এলাকার গোলাম আযমের ছেলে।
রাজশাহী নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শুক্রবার থেকে স্থানীয় পর্যায়ে ইজতেমা শুরু হয়েছে। সোহাইলও ইজতেমায় অংশ নিয়েছিলেন। আজ অংশগ্রহণকারী আরও কয়েকজনের সঙ্গে ঈদগাহ মাঠ সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামেন তিনি।
হঠাৎ করে তিনি তলিয়ে যান। এসময় তার সঙ্গে থাকা অন্যরা খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর সোহাইল পানিতে ভেসে উঠলে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়।
সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি আরও বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হবে।